বরগুনায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আসা অতিথিরা কৃতী শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নিতে যোগ্য মানুষ হওয়ার যাওয়ার আহ্বান জানান।
তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বরগুনায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ বুধবার সকাল থেকেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর বরগুনা শিল্পকলা একাডেমির মিলনায়তন। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নিতে নিবন্ধন করেছিল বরগুনার ছয়টি উপজেলার তিন শ কৃতী শিক্ষার্থী। অনুষ্ঠানস্থলে এসেই শিক্ষার্থীরা নির্ধারিত বুথ থেকে বন্ধুসভার সদস্যদের কাছ থেকে স্ন্যাকস ও ক্রেস্ট সংগ্রহ করে। মূল অনুষ্ঠান শুরুর আগে বন্ধু ও সহপাঠীরা গান, গল্প ও আড্ডায় মেতে ওঠে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক প্রতাপ চন্দ্র বিশ্বাস। আরও বক্তৃতা করেন বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক খালেদা জান্নাতি, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, বরিশালে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন।
কৃতী শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নিতে যোগ্য মানুষ হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে অতিথিরা বলেন, সততার সঙ্গে কাজ করে বাংলাদেশকে জয়ী করতে হবে। মনে রাখতে হবে, এই ভালো ফলই শেষ নয়, এর ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে।
অনুষ্ঠানে অধ্যাপক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘জ্ঞানের পূর্বশর্ত হচ্ছে বিনয়। শুধু ভালো ফল দিয়েই ভালো মানুষ হওয়া সম্ভব নয়। ভালো ফল যেমন শিক্ষাজীবনে অত্যাবশ্যক, তেমনই ভালো মানুষ হওয়াও জরুরি। ভালো মানুষ হতে না পারলে সেই শিক্ষা, সেই মেধা দিয়ে নিজের, পরিবারের এবং দেশের উন্নয়ন করা সম্ভব নয়।’
সহকারী অধ্যাপক খালেদা জান্নাতি বলেন, ‘তোমাদের কৃতজ্ঞ মানুষ হতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর মানুষ যেমন হতে হবে, তেমনই মাতৃভূমি বাংলাদেশ, মা-বাবা, পরিবারের স্বজন-প্রতিবেশীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শিখতে হবে, জানতে হবে। শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না। সহিষ্ণু, বিনয়ী ও মানবিক মানুষ হতে হবে। স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।’
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘তোমাদের দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। তোমরা যোগ্য নাগরিক হিসেবে নিজেদের নির্মাণ করে দেশকে, জাতিকে এগিয়ে নেবে আমাদের স্বপ্নের কাছে। ভালো ফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সৎ, জ্ঞানী ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
‘মিথ্যা’, ‘মুখস্থ’ ও মাদক’কে ‘না’ বলার আহ্বান জানিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন বলেন, ‘আমরা আগে বলতাম, তোমরা ভবিষ্যতের নেতৃত্ব দেবে। আমি বলব, এখনই তোমরা নেতৃত্ব দিচ্ছ। কারণ, তোমাদের হাতে প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির মধ্য দিয়ে তোমরা বাংলাদেশকে স্বপ্নের সমান করে এগিয়ে নেবে। আমরা সেই আস্থা তোমাদের প্রতি রাখতে চাই।’
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষাজীবনে প্রথমবার এমন সংবর্ধনা পেয়ে অনেক কৃতী শিক্ষার্থী ভালো লাগার অনুভূতির কথা জানায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বন্ধুসভার বন্ধু তারিক আনসারি বিন সুমন। সংগীত পরিবেশন করেন শিল্পী অমিত কর্মকার ও তাঁর দল। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ফাতিমা অথৈ।
দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।