শেরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। রোববার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায়ছবি: প্রথম আলো

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ ছয়জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সদর উপজেলার কামারিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে অটোরিকশাচালক লোকমান হোসেন (৩৮), একই উপজেলার আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোখলেছুর রহমান (৭৮) ও তাঁর স্ত্রী উম্মে কুলসুম (৭০), নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের কিংকরপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. কামরুজ্জামান (২৩) ও মেয়ে মাইসা তাসনিম মিম (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা গ্রামের হোসেন আলী প্রথম আলোকে বলেন, সড়কে থাকা একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে দ্রুতগামী অটোরিকশাটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে আহত আরেকজনকে হাসপাতালে নিলে তিনিও মারা যান।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।