সিরাজদিখানে সড়ক বন্ধ করে নৌকা প্রার্থীর পথসভা
মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মানুষ ও যান চলাচলের সড়ক বন্ধ করে পথসভা করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকার সড়কে চেয়ার-টেবিল বসিয়ে এ পথসভা হয়।
রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজানগর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সভা উপলক্ষে আজ সকাল থেকে বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে রাখেন নৌকার সমর্থকেরা। এরপর একটি শামিয়ানা করে তাতে চেয়ার-টেবিল বসানো হয়। এতে এ সড়ক দিয়ে মানুষ ও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করেন পথচারীরা। বেলা ১১টার দিকে সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৬-এর (ঘ) ধারায় উল্লেখ করা আছে, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এমন কোনো সড়কে জনসভা কিংবা পথসভা করা যাবে না। প্রার্থীদের পক্ষে কোনো ব্যক্তিও অনুরূপ জনসভা ও পথসভা করতে পারবেন না।
নাম প্রকাশ না করার শর্তে রাজানগর বাজার এলাকার এক ব্যক্তি বলেন, ‘যে সড়কে পথসভার আয়োজন করা হয়েছে, সে সড়ক দিয়ে সৈয়দপুর থেকে রাজানগর বাজারে খুব সহজে যাওয়া যায়। বাড়িতে একটি অনুষ্ঠান চলছে। আজ সকালে অনুষ্ঠানের মালামাল আনতে বাজারে গিয়েছিলাম। সড়ক বন্ধ থাকায় রিকশা যাচ্ছিল না। তাই সকালের সদাই দুপুরে নিয়ে বাড়িতে ফিরতে হয়।’
নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদকে ফোন করা হলে তিনি ধরেননি। তবে সভার সভাপতি আলমগীর কবির বলেন, যে সড়কের ওপর সভা হয়েছে, তার পাশেই বিকল্প একটি সড়ক ছিল। এ জন্য এখানে তাঁরা সভার আয়োজন করেছেন। সভাটি অল্প কিছুক্ষণের জন্য হয়েছে বলে দাবি তাঁর।