পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. কামরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশে তাঁকে অব্যাহত দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার বসুকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) সহরেজিস্ট্রার মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. কামরুল ইসলাম জাপানে যাওয়ার জন্য অর্জিত ছুটিতে যাওয়ায় তাঁকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের তিনটি পদোন্নতি, সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেডে এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা, প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, অভিন্ন নীতিমালা প্রণয়নে নতুন কমিটি করা, অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখা ও বর্তমান রেজিস্ট্রারের অপসারণের দাবিতে ৩০ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি, অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী বলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তাঁরা বৃহস্পতিবার থেকে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।