সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে ঢুকে নিহত ১, আহত ৩

একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে চারজনকে চাপা দেয়। আজ দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের পাশে মুন্সি মার্কেটে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়লে এর চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার ‍দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম বাহার উদ্দিন মাঝি (৬০)। তিনি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন উপজেলার চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৩৮), চরকচ্ছপিয়া গ্রামের মো. দুলাল (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)।

দুপুরের দিকে উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটের তৌহিদ স্টোরের সামনে রোদ পোহাচ্ছিলেন কয়েক ব্যক্তি। এ সময় ট্রাক্টরটি সেখানে ঢুকে পড়ে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের দিকে উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটের তৌহিদ স্টোরের সামনে রোদ পোহাচ্ছিলেন কয়েক ব্যক্তি। এ সময় একটি ট্রাক্টর (মাহিন্দ্রা) সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কসংলগ্ন দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা বাহার উদ্দিন ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হন তিনজন। এ সময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।