ইজতেমা ময়দানে সংঘর্ষ: শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বিক্ষোভ করছেন মুসল্লিরা। বুধবার বেলা সাড়ে ১১টার চিত্রছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন মুসল্লিরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচি চলে। বেলা ১১টা ৫৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মসূচি চলছিল।

মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, মাওলানা সাদপন্থীদের নিষিদ্ধ না করা পর্যন্ত ও ইজতেমা ময়দানে মুসল্লিদের হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা মহাসড়কে অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাবেন।

সকাল সাড়ে ১০টা থেকে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা সম্মিলিতভাবে মহাসড়কে অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করতে থাকেন। তাঁরা ব্যানার নিয়ে সড়কে মিছিল করেন।

আরও পড়ুন

মাওনা চৌরাস্তা জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জাহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ‘টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনার প্রতিবাদে জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’