পোলট্রি খামারে আগুন, পুড়ে মারা গেল এক হাজার মুরগি
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে একটি পোলট্রি খামারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে খামারে থাকা প্রায় এক হাজার মুরগি মারা গেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার সময় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি মোজাফফর আহমদ বলেন, রাতে হঠাৎ খামারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই খামারের সবকিছু পুড়ে যায়। আগুনে প্রায় ১ হাজার মুরগির পাশাপাশি ৬০ হাজার নগদ টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে তাঁর চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাঁশখালী স্টেশনের টিম লিডার নুরুল বাশার প্রথম আলোকে বলেন, আগুনের খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এর আগেই খামার ও মুরগি পুড়ে গেছে।