সিরাজদিখানে বাস-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২
ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের খারসুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন কলেজছাত্র, অন্যজন সাবেক ইউপি সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা সীমান্তের খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের বাসিন্দা শেখ আবদুর রহমান (৬৭) এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন (২৫)। শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন এক চালক। নবাবগঞ্জ ও সিরাজদিখান উপজেলা সীমান্তের খারসুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শেখ আবদুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত এক কলেজছাত্রীসহ চারজনকে ঢাকার হাসপাতালে নেওয়া হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার। দুই থানার পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি দেখছে।