গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ আরোহী নিহত

দুর্ঘটনার পর উৎসুক লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। বুধবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এই তিনজন হলেন দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮) ও সালেহা আক্তার (২৩)। নিহত বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি। নিহত মামুন বাসন থানা এলাকার নজরুল ইসলামের ছেলে। নিহত সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির মধ্যে পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনজন মারা যান।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফাহাদ বলেন, গতকাল রাত ১১টার দিকে একজন এবং ১২টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চারজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।