প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশালে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার নগরে পৃথক আলোচনা সভা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগ।
নগরের সদর রোডে সার্কিট হাউসের সামনে প্রধান নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন সিটি নির্বাচনে দল মনোনীত প্রার্থী খায়ের আবদুল্লাহর অনুসারী নেতা-কর্মীরা। ওই সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ সাদিক আবদুল্লাহর অনুসারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিকেল চারটায় নগরের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন সাদিক আবদুল্লাহর অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগ।
খায়ের আবদুল্লাহ-সমর্থিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খায়ের আবদুল্লাহ। এতে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, কে বি এস আহম্মেদ কবির, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান প্রমুখ।
সভায় খায়ের আবদুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।’ তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার সুরক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অন্যদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমানসহ সাদিক আবদুল্লাহর অনুসারী নেতারা এতে বক্তব্য দেন।
সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহর পক্ষে এখনো মাঠে নামেননি জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল আরও বেগবান হচ্ছে, এমনকি দ্বন্দ্ব-সংঘাতে জড়াচ্ছেন তাঁরা।
এর আগে মে দিবস উপলক্ষে ১ মে দলীয় কার্যালয়ের সামনে পৃথক মঞ্চ করে পাল্টাপাল্টি সমাবেশ করে সাদিক আবদুল্লাহ ও খায়ের আবদুল্লাহর সমর্থক শ্রমিক লীগ। ওই সমাবেশে খায়ের আবদুল্লাহ যোগ দিলেও ঢাকায় থাকায় তাঁর পক্ষের সমাবেশে সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন না। তবে মহানগর আওয়ামী লীগে তাঁর অনুসারী নেতারা সেখানে উপস্থিত ছিলেন।