গাজীপুরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

বেতন বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া এলাকায় কারখানা শ্রমিকদের বিক্ষোভ
ছবি: প্রথম আলো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়।

আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে বেলমন্ড গার্মেন্টস, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, রুয়া ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে অবস্থান নেন।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা বলেন, গাজীপুরে ১৫০টির বেশি কারখানা বন্ধ থাকলেও আজ কিছু কারখানা খোলা রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জোবাইদা টাওয়ারে অবস্থিত টিএম ফ্যাশন নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টার দিকে শ্রমিকেরা ওই মহাসড়কে মিছিল নিয়ে অবরোধ করার চেষ্টা করলে শিল্প পুলিশ ও বাসন থানার পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কের আশপাশে অবস্থান নেন।

এ ছাড়া মহানগরের চৌধুরীবাড়ি এলাকার বেলমন্ড গার্মেন্টস, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, রুয়া ফ্যাশন লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন।

গাজীপুরে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ, তবে কিছু কারখানা খোলা ছিল। যে কারখানাগুলো খোলা, সেই সব কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলেও তাঁদের নিয়ন্ত্রণ করা হয়। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে, কিছু এলাকায় বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।