সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে আলটিমেটাম

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ‘সিলেটের তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভছবি: প্রথম আলো

সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তিন দিনের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ‘সিলেটের তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় নগরের জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, পুণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয় ছাড়া কোনো ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির ম্যুরাল বা মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেওয়া যায় না। এ ম্যুরাল অপসারণের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার। ম্যুরাল অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তাঁরা বক্তব্যে জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর সিলেটের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা এ ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।