মাদ্রাসায় যাচ্ছে জানিয়ে বাসা থেকে বের হয়ে ২১ দিন ধরে নিখোঁজ শিশু
সর্বশেষ গত ২০ অক্টোবর সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে গিয়েছিল মো. রিফাত (১৩)। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর তার আর সন্ধান মেলেনি। ২১ দিন ধরে নিখোঁজ শিশুটি। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার সন্ধান না পেয়ে পরিবারে উৎকণ্ঠা বাড়ছে।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরের নিজকল্পা এলাকায়। রিফাত একই এলাকার বাসিন্দা এবং সে তাতলতলা এলাকার মাখজানুল উলুম মোমেনশাহী মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল। এ ঘটনায় শিশুটির বাবা খায়রুল ইসলাম ২৯ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন।
শিশুটির পরিবার জানায়, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিল রিফাত। সম্ভাব্য নানা স্থানে খুঁজেও ছেলেকে না পেয়ে তাঁদের চরম উৎকণ্ঠায় দিন কাটছে।
শিশুটির বাবা মো. খায়রুল ইসলাম বলেন, সেদিন সকালে বাড়িতে খাবার খেতে এসেছিল। মাদ্রাসায় ক্লাসের সময় হয়ে যাওয়ায় তাকে তাগাদা দিয়ে গোসল করিয়ে পাঠিয়ে দেন। তাঁরা জানতেন ছেলে মাদ্রাসায়ই আছে। কিন্তু পরদিন বিকেলে মাদ্রাসা থেকে ফোন করে রিফাতের খোঁজ করা হয়। ছেলের নিখোঁজের বিষয়টি তখন বুঝতে পারেন তাঁরা।
ছেলেকে হারিয়ে পাগলপ্রায় অবস্থা রিফাতের মা রোকসানা আক্তারের। ছেলের কথা বলে বিলাপ করে কাঁদছিলেন তিনি। রোকসানা বলেন, ‘আমার পোলা কই গেল গা। কার হাতো পড়ল। আমার বুকের ধন কি আর ফিইরা আইতো না! অহনও কেরে আইয়ে না।’
শিশু রিফাত নিখোঁজ হওয়ার জিডিটি তদন্ত করছেন ময়মনসিংহ ২ নম্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলী। তিনি বলেন, শিশুটি মুঠোফোন ব্যবহার না করায় প্রযুক্তির ব্যবহার করে সন্ধান করা যাচ্ছে না। পরিবার ও পুলিশ সম্ভাব্য অনেক স্থানে খোঁজ করেছে। বিভিন্ন থানায় শিশুটির নিখোঁজ হওয়ার বার্তা পাঠানো হয়েছে। কিন্তু এখনো সন্ধান পাওয়া যায়নি।