ফেনীতে অক্সিজেনবাহী গাড়ি উল্টে যান চলাচল ব্যাহত, উবে গেল অক্সিজেন
ফেনীতে অক্সিজেনবাহী একটি গাড়ি সড়কের ওপর উল্টে পড়েছে। এতে গাড়িতে থাকা সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন উবে যায়। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সদর উপজেলার কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাস্তায় উল্টে থাকায় সাময়িকভাবে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সন্ধ্যা পৌনে ছয়টার সময় মহাসড়কের ঢাকামুখী লেনের কসকা এলাকায় অক্সিজেনবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন উবে যায়। এতে প্রায় আধা ঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কবলে পড়া অক্সিজেনবাহী গাড়িটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন বাতাসে উবে গেছে। এরপর গাড়ির চালক ও সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। গাড়িটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।