সিলেটে চালককে নামিয়ে কাভার্ড ভ্যান ভাঙচুরের পর আগুন
সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। আজ সোমবার সকাল ছয়টার দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধ–সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে একদল যুবক হেলমেট ও মুখে কাপড় বেঁধে সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থান করেন। মহাসড়কের সাতমাইল এলাকায় ঢাকার দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান আটকান ওই যুবকেরা। এ সময় যুবকেরা কাভার্ড ভ্যানের চালককে নামিয়ে প্রথমে ভাঙচুর চালান। পরে কাভার্ড ভ্যানের সামনের অংশে আগুন লাগিয়ে দেন। পরে তাঁরা ওই এলাকা থেকে চলে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ। পরে কাভার্ড ভ্যানটি উদ্ধার করে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, অবরোধ সমর্থনকারী পিকেটাররা এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
এদিকে আজ সকাল আটটার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধ সমর্থনকারীরা।
বিএনপির সপ্তম ধাপের অবরোধ কর্মসূচিতে সিলেটে আজ বেলা বাড়ার সঙ্গে বেড়েছে যান চলাচল। কর্মচঞ্চলতাও বেড়েছে নগরের অভ্যন্তরে। সিলেট থেকে কমসংখ্যক দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়ছে। নগরের অভ্যন্তরে ব্যক্তিগত যানবাহন চলাচল কম লক্ষ করা গেছে। তবে চলাচল করছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নগরের বিভিন্ন মোড়ে অবস্থান করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এর পাশাপাশি টহল দিতেও দেখা গেছে।