মীরাক্কেল তারকা আরমানও জমা দিলেন মনোনয়নপত্র
কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কমেডি শো ‘মীরাক্কেল’ তারকা কমর উদ্দিন আরমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জে পি দেওয়ানের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত বুধবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল জি বাংলার কমেডিবিষয়ক রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’–এ অংশ নেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ছেলে কমর উদ্দিন আরমান। ওই সিজনে তিনি রানারআপ হয়েছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ায় পর কমর উদ্দিন আরমান প্রথম আলোকে বলেন, ‘বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমি চকরিয়াবাসীর সঙ্গে ছিলাম। আমার এলাকায় এখন পর্যন্ত যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা অনেক সম্মানিত ব্যক্তি, তাঁদের প্রতি সম্মান রেখে আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
আরমান আরও বলেন, ‘জাতীয় সংসদে সংগীতশিল্পী, অভিনেতা, খেলোয়াড় সবার প্রতিনিধিত্ব থাকলেও একজন কমেডিয়ান নেই। স্ট্যান্ড আপ কমেডিয়ানরা মজার ছলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তাই স্ট্যান্ড আপ কমেডিয়ানদের প্রতিনিধি হিসেবে আমি মহান সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।’
আরমান বলেন, ‘আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে কমেডিয়ানরা প্রেসিডেন্ট পর্যন্ত নির্বাচিত হয়েছেন। তাই আমরা সংসদে একজন কমেডিয়ান প্রতিনিধি চাই। এ জন্য ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক। সংঘাতমুক্ত নির্বাচন হলে অবশ্যই আমি জিতব।’