নেতাদের জন্য মোটাতাজাকরণ প্রকল্প রেখেছিল আ.লীগ: বিএনপির নেতা জাহিদ হোসেন

দিনাজপুরের হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ লুণ্ঠনকারী, তারা দেশের মানুষকে নির্যাতন করেছে। তারা দেশের মানুষকে গুম করেছে, মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে। আওয়ামী লীগের জনগণের জন্য কোনো মায়ামমতা নেই। আওয়ামী লীগ নিজেরটা বোঝে। আওয়ামী লীগ ছাড়া কারও ভাগ্যের পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ সরকার তাদের নেতাদের জন্য মোটাতাজাকরণ প্রকল্প রেখেছিল। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারা কোনো দায়িত্ব পালন করেনি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজ মিলনায়তনে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সব সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ জেড এম জাহিদ হোসেন। এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।

জাহিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘আপনার, আমার আর মানুষের কথা শোনার ধৈর্য্য আওয়ামী লীগের নাই। তারা মানুষকে ক্ষমতা দিয়ে শাসন করতে চায়। আর শহীদ জিয়ার কথা ছিল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কাজেই মনে রাখতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস—এই বক্তব্য শহীদ জিয়ার দেওয়া।’

কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আপনাদের এখানে দুজন শহীদ হয়েছেন। আমরা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের পাশে ছিল এবং আছে। আমাদের নেত্রী পালিয়ে যাননি। ওয়ান ইলেভেনের পরও আমাদের নেত্রী ছিলেন, আজও আপনাদের সঙ্গে আছেন। আরেক নেত্রী (শেখ হাসিনা) পালিয়ে গেছেন। তাঁদের ইতিহাস আত্মসমর্পণের। তাঁদের ইতিহাস পালিয়ে যাওয়ার। কাজেই সময় এসেছে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, রংপুর বিভাগীয় আরেক সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোজাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ও জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল। অন্যান্যের মধ্যে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।