রুয়েটে ৫ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে রুয়েটের ক্যাফেটেরিয়াতে এক সংবাদ সম্মেলনে আলটিমেটাম দিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের পক্ষে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাঈন উদ্দীন। এ সময় আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩১ আগস্ট থেকে উপাচার্যের পদটি শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও এর পরিকল্পনাকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। দুর্নীতি ও অবৈধ নিয়োগ–সংক্রান্ত মীমাংসামূলক অনেক সিদ্ধান্ত আটকে আছে। বিপ্লব–পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের দাবিদাওয়াগুলোও উপাচার্যের শূন্যতায় পূরণ হচ্ছে না।
গত ৩১ আগস্ট রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এর পর থেকে নিয়মিত উপাচার্য ছাড়াই চলছে রুয়েটের কার্যক্রম। উপাচার্য নিয়োগের দাবিতে বেশ কয়েক দিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট মহল এ ব্যাপারে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছে। তাই আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ দিতে হবে। সৎ, দক্ষ, দেশপ্রেমিক, শিক্ষার্থীবান্ধব, যোগ্যতাসম্পন্ন এবং জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন—এমন একজন রুয়েটের শিক্ষককে উপাচার্য নিয়োগ দিতে হবে।