পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ব্যক্তিদের শান্তি কামনায় শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর দিনে দেশের পূজা মণ্ডপগুলোয় বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি। ওইদিন সকালে অঞ্জলি শেষে সারা দেশে একযোগে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বিপেন চন্দ্র রায় বলেন, নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পঞ্চগড় জেলার ২৯৫টি পূজামণ্ডপে অনাড়ম্বর দুর্গাপূজা উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে আগেই যতটুকু সাজসজ্জা করা হয়েছিল, তা সেখানেই থামিয়ে দেওয়া হয়েছে। মণ্ডপে জাঁকজমকপূর্ণ আলোকজজ্জা ও অতিরিক্ত গানবাজনা পরিহার করা হবে। এ ছাড়া দুর্গাপূজা চলাকালে কালো ব্যাজ ধারণ এবং মণ্ডপগুলোয় শোক ব্যানার টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপেন চন্দ্র রায় আরও বলেন, ইতিমধ্যে এসব সিদ্ধান্তের বিষয়ে জেলার পাঁচটি উপজেলার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মণ্ডপে ভক্তদের দেওয়া অর্থ এবং পরিষদের সদস্যদের নিজেদের মধ্যে সংগ্রহ করা অর্থ দিয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাহায্য করা হবে।
গত রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজারের পাশে করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৯ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ তিনজন।