জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মানববন্ধন
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও যানবাহনের ভাড়া সহনীয় পর্যায়ে আনার দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা নাগরিক কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা শাখার উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, জেলা নাগরিক কমিটির সদস্য আনসারী সুমন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জেলা কমিটির সদস্যসচিব আরজু আহম্মেদ, সদস্য মুর্শেদ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম একবারে কখনো এতটা বাড়ানো হয়নি। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের দাম অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাধারণ মানুষের অবস্থা এখন খারাপের দিকে। দ্রুত সময়ের মধ্যে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। জনরোষ সৃষ্টির আগেই নাগরিকদের কথা ভেবে ও চলমান উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।