চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

আদালতের রায়
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া এক মামলার রায়ে ফাতেমা খাতুন (৩০) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ফাতেমা খাতুনকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা আদালত থেকে পৌর এলাকার ভীমরুল্লাতে অবস্থিত জেলা কারাগারে পাঠানো হয়। ফাতেমা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মোড়পাড়ার মো. সুরুজ আলীর স্ত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গোপন খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ২০২১ সালের ২৫ এপ্রিল মোড়পাড়ায় মো. সুরুজ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সুরুজ আলীর স্ত্রী ফাতেমা খাতুনের দেওয়া তথ্যমতে বসতবাড়ির একটি ঘরে চালের ড্রামে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ফাতেমা খাতুন ও তাঁর স্বামী মো. সুরুজ আলীকে আসামি করে ওই দিনই সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উপপরিদর্শক) আবুল কালাম আজাদ তদন্ত শেষে ফাতেমা খাতুন ও সুরুজ আলীকে অভিযুক্ত করে ২০২১ সালের ২২ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে অভিযোগ গঠনের সময় আদালত সুরুজ আলীকে মামলা থেকে অব্যাহতি দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গিয়াস উদ্দিন আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।