কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় পথচারী নিহত, চালককে পিটুনি

কুষ্টিয়া শহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বাসের চাপায় একজন পথচারী নিহত হয়েছেনছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালক সেলিমকে পিটুনি দেন।

নিহত জাহিদুল ইসলাম শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় ছিলেন দরজি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসচালককে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে জাহিদুল সাইকেলে করে দোকানে যাচ্ছিলেন। জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হন জাহিদুল। এ সময় বাসটি বাইসাইকেলটিকে টেনেহিঁচড়ে প্রায় ১০০ মিটার দূরে চলে যায়। বাস নিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে চালককে ধরে পিটুনি দেন। তাঁরা বাসের কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ মর্গে আছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার ডেপুটি রেজিস্ট্রার মওদুদ আহমেদ বলেন, ঘটনার পর বাসের কাচ ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া চালক সেলিমকে মারধর করা হয়েছে।