মাদ্রাসার ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার সময় পাশের একটি মাদ্রাসার ছাদে বল চলে যায়। সেটি আনতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের গোসিংগা উচ্চবিদ্যালয় মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. পলাশ (১১) শেরপুর জেলা সদর এলাকার ইসহাক মিয়ার ছেলে। পলাশের বাবা গোসিংগা ইউনিয়নের খুঁজেখানি গ্রামের একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে সেখানে স্ত্রী–সন্তানসহ থাকেন। গোসিংগা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল পলাশ।

ছাদ থেকে পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় পলাশকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পলাশের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তার বাবা ও স্বজনেরা। তার বাবা ইসহাক মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল তাঁর ছেলে। খেলার একপর্যায়ে ক্রিকেট বল মাঠের পাশের একটি মাদ্রাসার ছাদে চলে যায়। বলটি আনতে ছাদে উঠেছিল পলাশ। এরপর সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসার ছাদে বল চলে যাওয়ায় ছাদ লাগোয়া একটি বাঁশ বেয়ে ওই শিক্ষার্থী বল আনতে ছাদে উঠেছিল বলে শুনেছি। সেখান থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছে।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারা ফারুকী প্রথম আলোকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।