বিএম কনটেইনার ডিপোর শ্রমিক-কর্মচারীদের ভবন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর শ্রমিক–কর্মচারীদের থাকার পাঁচতলা ভবনের ওপর থেকে পড়ে রংমিস্ত্রি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খুরশিক আলম।

ভবন থেকে পড়ে মারা যাওয়া রংমিস্ত্রির নাম সম্রাট (৩০)। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। সকালে তিনি এক ঠিকাদারের অধীনে ভবনের রং করার কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পাঁচতলার ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, একটি পাঁচতলা ভবনের রং করার কাজ করার সময় এক শ্রমিক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছেন তিনি।

ঘটনাস্থল থেকে এসআই খুরশিক আলম প্রথম আলোকে বলেন, সকালে বিএম কনটেইনার ডিপোর কর্ণফুলী বিল্ডিং নামে শ্রমিক–কর্মচারীদের থাকার ওই ভবনের বাইরের অংশে রং করছিলেন সম্রাট। জাকির হোসেন নামের এক ঠিকাদারের অধীনে রং করার কাজ করছিলেন সম্রাট। ওই ঠিকাদারের মাধ্যমে সম্রাটের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সম্রাটের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।