সাংবাদিককে মারধর, নোটিশের জবাব দিয়েছেন মোস্তাফিজুর রহমান
আচরণবিধি ভঙ্গ ও সাংবাদিককে মারধরের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটি কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে আদালতের অ্যানেক্স ভবনে আসেন সংসদ সদস্যের আইনজীবীসহ মোট প্রতিনিধি। পরে এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে শোকজের জবাব দেন তাঁরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে আচরণবিধি ভঙ্গ করে মনোনয়নপত্র জমা দেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় আচরণবিধি ভঙ্গের বিষয়ে প্রশ্ন করায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দিনকে মারধর ও ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেন সংসদ সদস্য ও তাঁর কর্মীরা।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে সংসদ সদস্যকে তলব করে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার বেলা তিনটার মধ্যে তাঁকে বা তাঁর প্রতিনিধিকে আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়।
আদালত সূত্র জানায়, বেলা তিনটার দিকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আদালতে আসেন সংসদ সদস্যের আইনজীবী আ ন ম শাহাদাত আলম, বাঁশখালী পৌরসভা মেয়র অ্যাডভোকেট তোফায়েল বিন হোসেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন ও মনোনয়নে সংসদ সদস্যের সমর্থনকারী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। তাঁরা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব জমা দেন।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ‘গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী অনুসন্ধান কমিটি বরাবর একটি অভিযোগ দেওয়া হয়। অভিযোগের বিষয়ে জেনে আমরা একটি লিখিত জবাব জমা দিয়েছি। এরপর এটি বিচার-বিবেচনা করবে।’
জেলা যুগ্ম জজ (দ্বিতীয়) আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষে তাঁর প্রতিনিধিরা এসে লিখিত জবাব জমা দিয়েছেন। বেলা তিনটার দিকে তাঁরা কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিতে আসেন।