রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য সংসদ সদস্য এনামুল হকের পর এবার একই আসন থেকে তাঁর স্ত্রী তহুরা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। কোনো কারণে স্বামীর মনোনয়নপত্র বাতিল হলে তহুরা বেগম প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে ঘনিষ্ঠরা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তহুরা বেগম। তাঁর পক্ষে এনা গ্রুপের কর্মকর্তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে তাঁর স্বামী বর্তমান সংসদ সদস্য এনামুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসনে মোট পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় উপকমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। বর্তমান সংসদ সদস্য এনামুল হক দলীয় মনোনয়ন না পেয়ে গতকাল দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য তহুরা বেগমের মুঠোফোনে ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় উপস্থিত থাকা এনা গ্রুপের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তহুরা বেগম তাঁর স্বামীর সমর্থন নিয়েই প্রার্থী হচ্ছেন। মূল প্রার্থী এনা গ্রুপের চেয়ারম্যান বর্তমান সংসদ সদস্য এনামুল হক। কোনো কারণে তাঁর (এনামুল হকের) প্রার্থিতা বাতিল হলে বা দলীয় চাপে নির্বাচন থেকে সরে গেলে তহুরা বেগমকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করানো হবে।
সংসদ সদস্য এনামুল হকের অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এলাকার লোকজন ও দলীয় কর্মীরা এনামুল হককে নির্বাচনে চান। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থী হয়েছেন। এর আগে গতকাল রাতে এনামুল হক এলাকায় আসেন। জেলা আওয়ামী লীগের সভাপতিসহ কিছু অনুসারী নিয়ে শিকদারীর সালেহা ইমারত হিমাগার মিলনায়তনে মতবিনিময় করেন। সেখানে তাঁরা এনামুল হককে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দাবি জানান। অনুসারীদের দাবির প্রতি সমর্থন জানান তিনি। তবে সেখানে তহুরা বেগমের পক্ষে কিছু বলা হয়নি। তিনি উপস্থিতও ছিলেন না। এই আসনে মোট পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।