সিলেটে ইজতেমা হচ্ছে নির্দিষ্ট দিনে, আগে শেষ করার শর্ত
সিলেটে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর ইজতেমা শুরুর দুই দিন আগে পেছাতে বলেছিল পুলিশ। ইজতেমা ঘিরে গোয়েন্দা তথ্যে ‘অপ্রীতিকর ঘটনার’ আশঙ্কা থেকে মঙ্গলবার রাতে সংগঠনটির নেতাদের এ নির্দেশ দিয়েছিল সিলেট মহানগর পুলিশ। কিন্তু ওই ইজতেমা আর পেছাতে হচ্ছে না।
আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে ইজতেমা হবে। তবে পূর্বঘোষিত সময়ের চেয়ে ইজতেমা শেষ করার সময় এগিয়ে আনা হয়েছে।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে পুলিশ কমিশনারসহ আওয়ামী লীগের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।
সুদীপ দাস জানান, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাাদক নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে গোয়েন্দা তথ্যে অপ্রীতিকর ঘটনার শঙ্কার বিষয়টি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে শুক্রবার সকাল ১০টার মধ্যে ইজতেমা শেষ করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। ইজতেমা হবে নির্দিষ্ট দিনে, তবে শেষের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।
আগের ঘোষণা অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর সংগঠনের আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা ছিল। তবে পুলিশের নির্দেশ অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় ইজতেমা শেষ করার কথা রয়েছে।