জামালপুরে কর্মস্থলে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

চিকিৎসক হাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

জামালপুর শহরে থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের নাম হাফিজুর রহমান (৩২)। তিনি জামালপুর সদর উপজেলার মেষ্টা এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার নান্দিনা উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ছিলেন।

জামালপুর জেনারেল হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহর থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে ওই চিকিৎসক কর্মস্থল নান্দিনা উপস্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় পৌঁছালে ব্রহ্মপুত্র নদ থেকে একটি বালুবাহী ট্রাক ওই সড়কে উঠেই তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। সড়কে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয় লোকজন তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।