নেত্রকোনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার দুটি উপজেলার নদে ও পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা ও দুর্গাপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
বারহাট্টায় মারা যাওয়া দুই স্কুলশিক্ষার্থী হলো দিয়া সূত্রধর (১০) ও মেঘলা সূত্রধর (৯)। দিয়া সূত্রধর রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের গীরিন্দ্র সূত্রধরের মেয়ে। আর মেঘলা সূত্রধর একই গ্রামের দীপক সূত্রধরের মেয়ে। তারা একে অপরের চাচাতো বোন এবং বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আর দুর্গাপুরে মারা যাওয়া শিশুটির নাম মাহাবুবুর রহমান (৮)। সে দুর্গাপুরের চণ্ডীগড় এলাকার খলিলুর রহমানের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে স্কুলছাত্রী দিয়া ও মেঘলা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পেছনে কংস নদে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতরে নদের তীর থেকে অনেকটা দূরে চলে যায়। একপর্যায়ে ক্লান্ত হয়ে দিয়া পানিতে তলিয়ে যেতে থাকে। তা দেখে মেঘলা তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। পরে একে অপরকে জড়িয়ে ধরে দুজনই পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের ডাকে স্থানীয় লোকজন এগিয়ে আসে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুজনের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনাস্থলে যান। সেখান থেকে আজ বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন জানিয়েছেন, দুই শিশুই সাঁতার জানত। ধারণা করা হচ্ছে, তারা সাঁতরে ক্লান্ত হয়ে পানিতে তলিয়ে মারা গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সত্যিই হৃদয়বিদারক।
এদিকে আজ শুক্রবার বেলা একটার দিকে দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় মাহাবুবুর রহমান। একপর্যায়ে সে পুকুরে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার মউ গ্রামে তাঁর ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, মারা যাওয়া শিশু মাহবুবুর রহমানের মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।