সিলেটে ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে চিনি লুট

অপরাধ
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে এক ট্রাক চিনি লুটের ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে বিয়ানীবাজার থানা-পুলিশ। গতকাল শনিবার বেলা ২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় চিনি লুটের ঘটনা ঘটে। ট্রাক থেকে লুট হওয়া চিনির পরিমাণ প্রায় দেড় টন বলে জানায় পুলিশ।

সিলেটের ভুক্তভোগী এক ব্যবসায়ীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ব্যবসায়ী ভারতীয় চিনি নিলামে ক্রয় করেছিলেন। পরে তাঁর কাছ থেকে বিয়ানীবাজারের শাহগলী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম কেনেন। গতকাল দুপুরে বিয়ানীবাজার থেকে ট্রাকে করে এসব চিনি পাবনায় নেওয়া হচ্ছিল। ট্রাকটি বিয়ানীবাজারের চরখাই এলাকায় পৌঁছালে প্রাইভেট কার, পিকআপ ও মোটরসাইকেলে করে আসা ১৫-১৬ জন যুবক গতিরোধ করেন। পরে ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে বিয়ানীবাজারের শ্রীধরা ও খাসাড়িপাড়া গ্রামে নিয়ে চিনির বস্তাগুলো ট্রাক থেকে পিকআপ ও অন্য যানবাহনে করে নিয়ে যান তাঁরা। গতকাল সন্ধ্যার দিকে ট্রাকচালকের মুঠোফোন রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কথা বলা সম্ভব হয়নি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর প্রথম আলোকে বলেন, চিনি লুটের খবর পেয়ে পুলিশ ট্রাকচালককে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। তবে চিনি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। নিজেকে এই চিনির মালিক দাবি করা এক ব্যবসায়ী বলেন, এসব চিনি ভারত থেকে বৈধভাবে কেনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর কাছে লিখিত অভিযোগ ও চিনি কেনার প্রমাণ হিসেবে কাগজপত্র চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভারত থেকে চোরাই পথে আসা ১৪ ট্রাকভর্তি চিনি সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকা থেকে জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব৵ক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।