গোবর ফেলা নিয়ে এক ব্যক্তি খুন, ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লার চান্দিনায় হানিফ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। এ ঘটনায় অভিযুক্ত আনিছ মিয়া হানিফ মিয়ার ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া ও আনিছ মিয়ার পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশের অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছেন। আজ দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করেন। একপর্যায়ে আনিছ কাঠের একটি টুকরা হানিফের বাঁ চোখের ভেতর ঢুকিয়ে দেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. আরিফুর রহমান বলেন, হানিফ মিয়ার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে মৃত্যু ঘটে তাঁর।
চান্দিনা থানার উপপরিদর্শক মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পরপর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।