প্রত্যন্ত চরাঞ্চলে কম্বল বিতরণ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের তালপট্টি ও মফিজউদ্দিনের ডাঙ্গি গ্রামের ১৬০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে গতকাল রোববার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
মফিজউদ্দিন হাজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহায়তা করেন ফরিদপুর বন্ধুসভার সদস্যরা।
কম্বল পেয়ে বৃদ্ধ নারী মফিজউদ্দিন হাজিরকান্দি গ্রামের সালমা বেগম বলেন, ‘আপনারা যে আমাগো কথা মনে কইরা, নদী পাড়ি দিয়া আমাগো জন্য কম্বল আইনা দিছেন, তাইতেই আমরা খুশি। শীতের বাকি দিনগুলা একটু ওমের মধ্যে থাকতে পারমু।’
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মফিজউদ্দিন হাজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মোহাম্মদ আলী, প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু প্রমুখ। সরদার মোহাম্মদ আলী বলেন, প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সেই ফরিদপুর থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে এই প্রত্যন্ত চরাঞ্চলে এসেছেন। তাঁরা চাইলেই আশপাশের মানুষকে দিতে পারতেন। কিন্তু তাঁরা কম্বলটি প্রকৃত দরিদ্র মানুষকে দিতে দুই দিন এই চরে ঘুরে দরিদ্র মানুষের তালিকা করে কম্বল দিয়েছেন। এভাবে যদি অন্যরা কাজ করতেন, তাহলে প্রকৃত গরিব মানুষ উপকৃত হতেন।
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।