জয়পুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
জয়পুরহাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া আটটায় সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার চৌমুহনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে দেলোয়ার হোসেন মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে জয়পুরহাট শহরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া আটটার দিকে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দেলোয়ার হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আজ বেলা ১১টায় বলেন, ‘দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’