গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে
গাইবান্ধায় করতোয়া বাদে সব নদ-নদীর পানি কমেছে। আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সেই সঙ্গে অন্য সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধা পাউবোর নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত সময়ের আগের ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার, ঘাঘট নদের পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১৫ সেন্টিমিটার ও তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলাসংলগ্ন কাউনিয়া পয়েন্টে ২৭ সেন্টিমিটার কমেছে। একই সময়ে করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
আজ বেলা তিনটায় ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। একই সময়ে ঘাঘটের পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার, করতোয়ার পানি ১০৬ সেন্টিমিটার ও তিস্তার পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে তেমন বৃষ্টি হয়নি।
এসব বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে চরাঞ্চল থেকে পানি নামতে সময় লাগবে।