রাজবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি মাগুরায় গ্রেপ্তার
রাজবাড়ীতে এক গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাঁকে থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আলিমুদ্দিন মোল্লা (৪০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবদুর রহমান মোল্লার ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খানগঞ্জ ইউনিয়নের ওই গৃহবধূ রাত ১১টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় রঘুনাথপুর গ্রামের আলাউদ্দিন মোল্লা লুকিয়ে তাঁর ঘরে ঢোকেন। ওই নারী ঘরে আসার পর তাঁকে ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত আলাউদ্দিন মাগুরার শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর কোদালা গ্রামে অবস্থান করছেন। এরপর গতকাল দিবাগত রাত দুইটার দিকে র্যাব–৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আতিয়ার রহমান বলেন, আজ সকালে আলিমুদ্দিন মোল্লাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়। দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।