ছিনতাইয়ে বাধা, সাভারে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

ছিনতাই
প্রতীকী ছবি

ঢাকার অদূরে সাভারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (২৬) নামের এক তরুণ নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রাজালাখ ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার সাকুয়াপাড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি সাভারের মজিদপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

নিহত সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সাভার মডেল থানার পুলিশ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের বাড়ি রংপুর থেকে ভোররাতে স্ত্রী-সন্তান নিয়ে বাস থেকে সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রাজালাখ ফার্ম এলাকায় নামেন সোহেল মিয়া। নামার পরপরই সেখানে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সোহেল বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীদের সহায়তায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করছে। এ বিষয়ে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।