রামুতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু

ট্রেন দুর্ঘটনাপ্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে কক্সবাজার-ঢাকা রেলপথের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, আজ বেলা সোয়া তিনটার দিকে রামু উপজেলার মাছুয়াখালী এলাকায় স্থানীয় দুই তরুণ মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই তরুণ কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে। পরে ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়। ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার পর মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলে রেললাইন পারাপারে কোনো গেট ছিল না। ট্রেন আসতে দেখেও মোটরসাইকেল আরোহী দুই তরুণ দ্রুত রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।