শিক্ষককে পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাফাতুন নূর চৌধুরীছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে ঢুকে এক শিক্ষককে কিল–ঘুষি মারার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাফাতুন নূর চৌধুরীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার সংগঠনের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সাফাতুন নূর চৌধুরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বহিষ্কারের আগে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাফাতুন নূর চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে গাছবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে ঢুকে নিজ বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম আতিকুর রহমানকে কিল–ঘুষি মারার অভিযোগ রয়েছে সাফাতুন নূর চৌধুরীর বিরুদ্ধে।

কলেজের শিক্ষকেরা জানান, বৃহস্পতিবার সকালে কলেজের সেমিনার কক্ষে বসে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ করছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আবদুল খালেক ও সহযোগী অধ্যাপক আতিকুর রহমান। এ সময় সাফাতুন নুর চৌধুরী সেমিনার কক্ষের একটি নষ্ট বৈদ্যুতিক পাখা দেখিয়ে তা ঠিক করে দেওয়ার বিষয়ে দুই শিক্ষকের সঙ্গে কথা বলেন। শিক্ষকেরা সাফাতুনকে জানান, পাখাটি পরিবর্তনের জন্য অধ্যক্ষকে জানানো হয়েছে, দু-এক দিনের মধ্যেই পরিবর্তন করা হবে। বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জানালায় পর্দা লাগানোর পাইপ খুলে তা দিয়ে বৈদ্যুতিক পাখাটিতে আঘাত করেন সাফাতুন নুর। এ সময় কলেজের অফিস সহায়ক প্রযুক্ত পাল আহত হন। তাঁকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নেওয়া হলে সেখানে গিয়েও শিক্ষকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাফাতুন নূর। একপর্যায়ে শিক্ষক আতিকুর রহমানকে গালিগালাজ করে কিল–ঘুষি মারতে থাকেন।

গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার দত্ত মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষক আতিকুর রহমান অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাফাতুন নূর চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আহত প্রযুক্ত পালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মারধরের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত সাফাতুন নুর চৌধুরীকে কল করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, কারও ব্যক্তিগত অন্যায়-অপকর্মের দায় কলেজ ছাত্রলীগ নেবে না। সাফাতুন নুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।