ঢোলের বাদ্যে গয়না পরে হাঁটল গরু
ঢোল বাজছে। ভুভুজেলার শব্দে কান ঝালাপালা। কোরবানির গরু নিয়ে শিশু-কিশোর উল্লাস চারদিকে। আজ রোববার চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায় গিয়ে দেখা গেল এ দৃশ্য। তখন ঘড়িতে বিকেল পাঁচটা। পাড়া-মহল্লার বিভিন্ন ক্লাব আয়োজন করেছিল গরুর শোভাযাত্রা। এতে গয়না পরে হেঁটেছে বিভিন্ন রঙের ও আকারের গরু।
মূলত দুপুর থেকেই কাজীর দেউড়ি ও আশপাশের বিভিন্ন পাড়া–মহল্লার শিশু-কিশোর ও তরুণেরা এ শোভাযাত্রা বের করেন। বিভিন্ন সড়ক ঘুরে সিআরবি এলাকায় এসে থামেন সবাই। তারপর সেখান থেকে আবার ফিরে যান নিজ নিজ গন্তব্যে। ১ লাখ ৩৮ হাজারে কেনা গরু নিয়ে এসেছিলেন চারজন। সবার বাসা নগরের ব্যাটারি গলি এলাকায়। তাঁদের গরুর গলায় কাপড়ের লাল মালা, পায়ে ঘুঙুর ও মাথায় তাজ দেওয়া ছিল। সাকিরুল ইসলাম নামের এক কিশোর জানায়, এলাকার অনেকে গরুর শোভাযাত্রায় এসেছেন। তাই আনন্দ করার জন্য তারাও অংশ নিল। অনেক আনন্দ লাগছে তাদের।
সিআরবিতে গরুসহ দুই ছেলেকে নিয়ে এসেছিলেন হামিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, শিশুরাই ঈদের উৎসবে নির্মল আনন্দ পায়। তাঁর ছেলেরা শোভাযাত্রায় যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। এ কারণেই আসা।
সিআরবি গিয়ে দেখা যায়, ব্যাটারি গলি ছাড়াও কাজীর দেউড়ির ১ নম্বর গলি, মধুবন গলি, অলস্টার বয়েজ, গরু আইয়ের ক্লাবের নামে টি-শার্ট পরে শত শত শিশুর, কিশোর, তরুণ জড়ো হয়েছেন। নানা ধরনের গয়না পরিয়ে গরুকে হাঁটানো হচ্ছে। গরুর পেছনে পেছনে দৌড়াচ্ছিল শিশুরা। কেউ গরুর গায়ে উঠে পড়ছিল।