এক কেন্দ্রের এক বুথে ৫০ মিনিটে একটি ভোটও পড়েনি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ৫০ মিনিটে একটি ভোটও পড়েনিছবি: প্রথম আলো

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মিরপুর উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ৫০ মিনিট পেরিয়ে গেলও একটি ভোট পড়েনি। ওই বুথে মোট ভোটার ৪৩০ জন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বাদশা আলম।

আজ রোববার সকাল ৮টা ৫১ মিনিটে ওই কেন্দ্রে গিয়ে জানা যায়, এখানে মোট পাঁচটি বুথ। তিন নম্বর বুথে গিয়ে দেখা গেল, সেখানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা বসে আছেন। পাশে দুজন পোলিং এজেন্টও আছেন। তাঁদের মধ্যে জহুরুল ইসলাম নামের একজন নৌকার এজেন্ট ও শারমিন আক্তার নামের একজন ট্রাকের এজেন্ট। এই আসনে মোট প্রার্থী আটজন। বাকি ছয় প্রার্থীর কোনো এজেন্টকে ওই বুথে পাওয়া যায়নি।

জহুরুল ইসলাম জানান, তাঁর পাশের পোলিং এজেন্ট শারমিন আক্তার তাঁর পুত্রবধূ।
বুথের সরকারি প্রিসাইডিং কর্মকর্তা বাদশা আলম প্রথম আলোকে বলেন, সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হলেও এই বুথে ৫০ মিনিটে একটি ভোটও পড়েনি। কেউ ভোট দিতে আসেননি।

কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তাঁর প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান কামারুল আরেফিন।