এক সন্তান কোলে নিয়ে আরেকটিকে বাঁচানোর চেষ্টা করেন মা

নরসিংদী রেলওয়ে স্টেশনে মা-মেয়ের ট্রেনে কাটা পড়ার পর মানুষের ভিড়। শনিবার সন্ধ্যায় স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে
ছবি: প্রথম আলো

নরসিংদী রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ ও তাঁর দেড় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর আরেক মেয়েশিশু গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শত শত মানুষের চোখের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ওই নারীর সঙ্গে তাঁর দুই মেয়ে ছাড়াও তাঁর ননদের ছেলে ছিল।

নিহত ওই নারীর নাম সাবিনা আক্তার (৩০)। তিনি জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর এলাকার মালয়েশিয়াপ্রবাসী জয়নাল মিয়ার স্ত্রী। ট্রেনে কাটা পড়ে মারা গেছে তাঁর মেয়ে মাইমুনা এবং আহত হয়েছে আরেক মেয়ে সিনহা (৪)। আহত শিশুটিকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সাবিনা তিন শিশুকে সঙ্গে নিয়ে রেলস্টেশনটির ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মে যান। ২ নম্বর প্ল্যাটফর্মে ওঠার পরই তাঁর বড় মেয়ে সিনহা ঘুরে রেললাইনের দিকে এগিয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশন পেরিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সিনহা ট্রেনে কাটা পড়তে যাচ্ছে দেখে কোলে থাকা মাইমুনাকে নিয়ে তাকে টেনে আনার চেষ্টা করেন সাবিনা। এ সময় তিনজনই ওই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই মারা যান সাবিনা ও মাইমুনা।

আরও পড়ুন
সাবিনা আক্তার এবং তাঁর দুই মেয়ে সিনহা (৪) ও মাইমুনা (দেড় বছর)
ছবি: সংগৃহীত

সিনহাকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেন উপস্থিত লোকজন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ ঘটনাস্থল থেকে সাবিনা ও মাইমুনার লাশ উদ্ধার করেন।

ঘটনার সময় তাঁদের সঙ্গে থাকা অপর শিশু তামিম জানায়, নিহত সাবিনা তার মামি হন। কেনাকাটা করার জন্য তাঁরা মুন্সেফেরচর থেকে নরসিংদী শহরে এসেছিলেন। বিকেলে কেনাকাটা শেষ করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, ট্রেনে কাটা পড়ে আহত শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপপরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এরই মধ্যে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন