বগুড়ায় বেশি দামে আলুর বীজ বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা

আদালতপ্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষকের কাছে বেশি দামে আলুর বীজ বিক্রি করায় একটি প্রতিষ্ঠানের মালিক ও বিক্রয়কর্মীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়মাইল বাজারে মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক শাহাদত হোসেন ও বিক্রয়কর্মী আরিফুর রহমান জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নয়মাইল বাজারে আলুর বীজের ডিলার মণ্ডল ট্রেডার্সের মালিক শাহাদত হোসেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকের কাছে আলুর বীজ বিক্রি করে আসছিলেন। সেই সঙ্গে তাঁর দোকানে পণ্যের যথাযথ মূল্যতালিকাও প্রদর্শন করা হয়নি। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক শাহাদত হোসেন ও বিক্রয়কর্মী আরিফুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বীজ বিক্রির প্রতিবাদে গত সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। তাঁরা কারসাজিতে জড়িত অসাধু বীজ পরিবেশকদের শাস্তি ও নির্ধারিত মূল্যে প্রান্তিক কৃষকের কাছে সরাসরি বীজ বিক্রির দাবি জানান।