বগুড়ায় হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
বগুড়ায় হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে বগুড়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম রহমান, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার এবং যুবলীগের কর্মী নাসির হোসেন।
পুলিশ জানিয়েছে, তিনজনই ছাত্র-জনতার আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি। এর মধ্যে যুবলীগ নেতা মোস্তাকিম রহমানের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দুটি হত্যা মামলা ছাড়াও ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে শহরের খান্দার এলাকায় নিজ বাড়ির কাছে হামলার শিকার বগুড়া শহর আওয়ামী লীগের নেতা সুজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া তিনি ২০১৮ সালের ২৯ মার্চ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাহজাহান কবিরের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি।
বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুরের দিকে বগুড়া শহরতলির ফুলতলা পেপসি ডিপোর সামনে থেকে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মোস্তাকিম ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডিবির পৃথক অভিযানে বগুড়া শহরের জেলা পরিষদের সামনে থেকে আওয়ামী লীগ নেতা সওকাদুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করা হয়। মোস্তাকিম ও সওকাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।