বগুড়ায় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ, দুপচাঁচিয়া থানা ঘেরাও

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায়ছবি: সোয়েল রানা

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে চলা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

আজ রোববার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বড়গোলা, ঝাউতলা ও থানা মোড় এলাকায় বিক্ষোভ চলে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ ছাড়া দুপচাঁচিয়া থানা ঘেরাও এবং আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।

সকাল থেকেই বিক্ষোভকারীরা বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ সড়কসহ বিভিন্ন সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে মিছিল করেন। এদিকে আন্দোলনকারীরা দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছেন। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাতমাথা এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল।

আরও পড়ুন
এক দফা দাবিতে চলা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায়
ছবি: সোয়েল রানা
আরও পড়ুন

আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আজকের কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী-জনতা রাস্তায় রাস্তায় অবস্থান নিয়েছেন। মিছিল-স্লোগানে সাতমাথা এলাকা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছেন ঢাকা-বগুড়া মহাসড়কের বাঘোপাড়া, মাটিডালি, মাঝিড়া বন্দরসহ বেশ কিছু এলাকায়। পুলিশ বিনা উসকানিতে ছাত্র-জনতার ওপর মুহুর্মুহু গুলি ও কাঁদানের গ্যাসের শেল ছুড়েছে। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তারা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।

আরও পড়ুন