পাঁচবিবি সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের পর আটক দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির পক্ষ থেকে আটক দুজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বড়ইপারা গ্রামের রামচরণ দেবনাথের ছেলে তন্ময় দেবনাথ (২৪) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মৌরিওয়ালা গ্রামের বিলাশ চন্দ্রের স্ত্রী রনজিতা রানী রায় (২৪)। তন্ময় দেবনাথ পূজা দেখতে এবং রনজিতা রানী রায় ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে পুলিশ জানিয়েছে।
বিজিবির কয়া ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশের দুই নাগরিক ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের হাতে আটক হন। পতাকা বৈঠকের পর বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর তাঁদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পাঁচবিবি সীমান্ত দিয়ে রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের বালুপাড়া ক্যাম্পের ৬১ বিএসএফের সদস্যরা তন্ময় দেবনাথ ও রনজিতা রানী রায়কে আটক করেন। এ ঘটনায় পাঁচবিবির কয়া বিওপির কয়া গ্রামের সীমান্ত মেইন পিলারের ২৮১/৬২ এস সীমান্তে ভারত-বাংলাদেশ দুই দেশের ক্যাম্প কমান্ডারের কার্যালয়ের সামনে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ আটক দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর ভারতে অনুপ্রবেশের দায়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করে বিজিবি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. ফয়সাল বিন আহসান প্রথম আলোকে বলেন, দুই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তাঁদের থানা–পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় আজ বুধবার বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।