শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি, পরীক্ষা ২২ ফেব্রুয়ারি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত ভর্তিবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট admission.sust.edu.bd–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি—সবকিছুই ওই ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত মাধ্যমিক (সাধারণ ও কারিগরি), দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (সাধারণ ও কারিগরি), আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জি:) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
এবার এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা, এ-২ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ইউনিটের ফি ১ হাজার ৪০০ টাকা এবং বি ইউনিটের ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোয় ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে শিক্ষকেরা নীতিগতভাবে একমত। কিন্তু কয়টি শহরে হবে, তা জ্যেষ্ঠ শিক্ষকেরা ভর্তি কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮টি বিভাগে মূল আসন রয়েছে ১ হাজার ৫৬৬। এ ছাড়া কোটায় ভর্তির ক্ষেত্রে আরও ১০৫টি আসন বরাদ্দ রয়েছে।