ফ্যাসিবাদের হোতা আওয়ামী লীগের বিচার হবেই হবে: এমরান সালেহ
ফ্যাসিবাদের হোতা আওয়ামী লীগের বিচার হবেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় আহত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১৫ জনকে চিকিৎসাসহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ এমরান সালেহ বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে অংশ নিতে গিয়ে যাঁরা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন, তাঁরা জাতীয় বীর। ১৫ বছরের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট হাসিনার পতন হয়। ফ্যাসিবাদ পতনের আন্দোলন জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ফ্যাসিবাদের হোতা আওয়ামী লীগের বিচার ইনশা আল্লাহ হবেই হবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে। এত আত্মত্যাগ বৃথা যাবে না।
ধোবাউড়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আন্দোলনে হতাহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এমরান সালেহ। এ সময় তিনি তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
এমরান সালেহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের সহায়তায় ব্যক্তিগত ও দলীয়ভাবে পদক্ষেপ নিয়েছেন। তাঁদের বিএনপি পরিবারের সদস্য হিসেবে তাঁরা মনে করেন। তারেক রহমানের নির্দেশে নেতা-কর্মীরা নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন ও সহযোগিতা করছেন। নিহত ব্যক্তিদের কবর জিয়ারত করছেন, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের রায়ে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই-আগস্টসহ ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে নিহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি, তাঁদের পরিবারসহ আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা প্রদান ও প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নিহত ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে পদক্ষেপ গ্রহণ, প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান এবং প্রতিবছরের ৫ আগস্ট পালন করা হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো মেরামত করে সাম্য, মানবিক, ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, আজহারুল ইসলাম, আনিসুর রহমান, মোয়াজ্জেম হোসেন খান, ফরহাদ রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।