সাভার ও ধামরাইয়ে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম শুরু
ঢাকার সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় সকাল থেকেই কাজ শুরু হয়েছে। শ্রমিকসহ কারখানা–সংশ্লিষ্ট সবাই নির্ধারিত সময় কারখানায় কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে পুরোদমে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
বিভিন্ন কারখানার শ্রমিকেরা জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে প্রায় সব কারখানার কার্যক্রম বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার কিছু কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম চলে। আজ বুধবার সকাল থেকে সব কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকেরা কাজে যোগ দেন।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানার সুইং অপারেটর রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকাল সাতটা থেকে কাজ শুরু করছি। সন্ধ্যা ছয়টায় ছুটি হবে। আশপাশের সব কারখানায় কাজ চলছে।’
ডিইপিজেডের বাইরের কারখানাগুলোতেও সকাল থেকেই উৎপাদন কার্যক্রম চলছে পুরোদমে। আশুলিয়ার গণকবাড়ি এলাকার শমসের নিট ফ্যাশনস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মো. নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘কারখানায় শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। আমাদের কারখানায় শ্রমিক, কর্মকর্তা ও মালিকের মধ্যে সম্পর্ক খুবই আন্তরিক।’
এদিকে শিল্পাঞ্চল আশুলিয়াসহ সাভার ও ধামরাইয়ের সব কারখানায় উৎপাদন শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন প্রথম আলোকে বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গতকাল সকাল থেকে কারখানাগুলোতে পুরোদমে কাজ শুরু হয়। অনেক কারখানায় ওভারটাইমও হবে। গতকাল সীমিতসংখ্যক কারখানায় কাজ হয়েছিল। সব কারখানা খুলে যাওয়ায় শ্রমিকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
সাভার ও ধামরাই উপজেলায় প্রায় ১ হাজার ৮০০ শিল্পকারখানা রয়েছে জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, গতকাল সব শিল্পকারখানায় কাজ চলছে। কোনো ধরনের সমস্যা হচ্ছে না। শ্রমিকেরা সব সময়ই শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। ঝামেলায় জড়াতে চান না। বেতন–বোনাস যথাসময়ে পেলেই তাঁরা সন্তুষ্ট থাকেন। শিল্পাঞ্চল আশুলিয়ার কারখানাসহ সাভার ও ধামরাইয়ের সব কারখানার শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দিয়েছেন।