পদ্মা সেতু লিংক প্রকল্পের উদ্বোধনের দিনে ৬ দফা দাবিতে প্রতীকী রেল অবরোধের ডাক

যশোর রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ শনিবার সকালেছবি: প্রথম আলো

পদ্মা সেতু লিংক প্রকল্পের উদ্বোধন আগামী ৩ ডিসেম্বর। এদিন দুপুরে ছয় দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে প্রতীকী রেল অবরোধের ডাক দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ও দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু করাসহ ছয় দফা দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময়সূচি তৈরি করা; আন্তনগর ট্রেনে সুলভ বগি যুক্ত করা; ট্রেনের ভাড়া বাসভাড়া থেকে কম রাখা; ট্রেনের টিকিট পাওয়ার সহজ পদ্ধতি চালু করা ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা-খুলনা রেলপথ দ্রুত ডাবল লাইনে উন্নীতকরণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্যসচিব রুহুল আমিন বলেন, ‘শোনা যাচ্ছে, খুব দ্রুতই পদ্মবিলা জংশন-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকায় রেল চলাচল শুরু হতে যাচ্ছে। গত ২৪ নভেম্বর ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক রেল চলাচল করেছে। কিন্তু যশোরে এখনো এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নতুন এই রুটে যশোর থেকে কখন, কীভাবে ও কয়টি ট্রেন চলাচল করবে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে, পদ্মা সেতু রেল প্রকল্পের সুবিধা পেতে আগামী ৩ ডিসেম্বর বেলা একটায় রেলপথ প্রতীকী অবরোধ ঘোষণা করছি। দাবিসমূহ না মানলে আমরা কঠোর কর্মসূচি, অর্থাৎ পূর্ণ রেলপথ অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হব।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, আমিনুর রহমান, ফারাজী আহমেদ, সাঈদ বুলবুল, শাহীন ইকবাল, যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।