২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নিয়ন্ত্রণ হারিয়ে মাছের আড়তে কাভার্ড ভ্যান, দুই ব্যবসায়ী নিহত

দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান। আজ সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কসংলগ্ন রানীগঞ্জ বাজারেছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কসংলগ্ন মাছের আড়তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান ঢুকে পড়ে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন মাছ ব্যবসায়ী। আজ সোমবার সকালে রানীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক সিদ্দিক আলীকে (৪০) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কোঁচগ্রাম এলাকার আনোয়ার হোসেন (৫০) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা গ্রামের আবদুল গাফফার (৬৮)। আহত ব্যক্তিরা হলেন জেলার হাকিমপুর উপজেলার ধাওয়া গ্রামের আল আমিন, কাদিপুর গ্রামের এনামুল হক ও নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া গ্রামের গোলাম মোস্তফা। তাঁরা সবাই স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে রানীগঞ্জ বাজারে মহাসড়কসংলগ্ন মাছের আড়তের পাশে বেশ কিছু ইঞ্জিনচালিত ভ্যান দাঁড় করা ছিল। সকাল ৭টার দিকে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী দ্রুতগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানগুলোর ওপর তুলে দিয়ে আড়তটিতে ঢুকে পড়ে। এতে কয়েকটি ভ্যান দুমড়েমুচড়ে যায় এবং কয়েকজন কাভার্ড ভ্যানটির নিচে চাপা পড়েন। পরে ঘটনাস্থল থেকে একজনকে মৃত ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য এনামুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোস্তফাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

দুর্ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও এর চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।